কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম এবাদুল হক সোহাগ (৩১)। সে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছার গ্রামের মৃত জাফর আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১৪নং আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দত্তসার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবাদুল হক সোহাগকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও দুইটি মাদক মামলা ও দুইটি চুরি মামলা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC