কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল Eskuf সিরাপ, ২০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও ২০ বোতল বিয়ারসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মাদক কারবারি বলে জানায় পুলিশ।
আজ বুধবার (৩০ নভেম্বর) চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) লিটন চাকমা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ রাত ২.২০ মিনিটে উপজেলার থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের চরপাড়া সাকিনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক সংলগ্ন চরপাড়া পাকা রাস্তার মাথায় অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ ইয়াকুব প্রঃ ইদু মিয়া (৫০) কে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর কাধে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বস্তার ভিতরে রক্ষিত ৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল Eskuf সিরাপ, ১০ বোতল Officer’s choice BLUE pure Grain whisky, ১০ বোতল Royal STAG Deluxe Whisky ও ২০ বোতল HE-MAN 9000 STRONG BEER উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।