কুমিল্লার মুরাদনগরে স্কুলছাত্রীদের অশালীন গালাগাল করে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে ডিবি। এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করে টিকটক অ্যাকাউন্ট বন্ধ করা হয়।
রোববার (২০ আগস্ট) রাতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নের গোমতা গ্রামের প্রবাসী রবিউলের ছেলে আতিকুর রহমান (১৮), সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আতিক ডন’ নামে পরিচিত। অপরজন হলেন দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. হৃদয় (১৮)।
জানা গেছে, গত বুধবার কুমিল্লা মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা ছাত্রীদের উদ্দেশে অশ্লীল গালাগালি করে টিকটক ভিডিও তৈরি করে একদল বখাটে কিশোর। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে টিকটকারদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়। পরে রোববার দুপুরে তাদের আটক করে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়েছে।
গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন, ছাত্রীদের গালিগালাজ ও ভিডিও ধারণকারীদের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হবে। এদিকে ইউএনও বলেছেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে।