কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামে শতাধিক হাঁস, মুরগি ও কবুতর খেয়ে বেড়ানো অচেনা এক প্রাণীকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে এ প্রাণীকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামটির বাসিন্দাদের হাঁস, মুরগি ও কবুতর খেয়ে বেড়াচ্ছিল একটি অচেনা প্রাণী। এতে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েন। একপর্যায়ে প্রতি রাতে গ্রামবাসীরা পাহারা দিতে শুরু করেন।
বৃহস্পতিবার রাতে স্থানীয়রা প্রাণীটিকে মোহাম্মদ মনির মিয়ার বাড়িতে আটক করতে সক্ষম হন। প্রাণীটি দেখতে বিড়ালের মতো, তবে আকারে বড়।
বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির গনমাধ্যমকে জানান, ‘আমাদের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে। ছবিতে দেখে প্রাণীটিকে বনবিড়াল মনে হচ্ছে। এটি সাধারণত ছোট পশুপাখি খেয়ে থাকে। আমরা উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করার ব্যবস্থা করবো।’