জানুয়ারি ৮, ২০২৫

বুধবার ৮ জানুয়ারি, ২০২৫

কুমিল্লায় রাতের আঁধারে স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, ইউএনও আসার খবরে পালালেন বর

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) এর জোড় পূর্বক বাল্যবিয়ের আয়োজন করেন স্বজনরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাতেই কনের বাড়িতে গিয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেন। এসময় ইউএনও আসার খবরে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যান বর।

বুধবার (১ জানুয়ারি) রাতে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে অপ্রাপ্তবয়সে ওই স্কুল ছাত্রীকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে প্রশাসনের নিকট মুচলেকা দিয়ে কনের মা ও চাচার (বরের পিতা) মুক্তি মিলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর ও কনে সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। কনে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, স্কুলছাত্রীর বয়স কম হওয়ায় মা ও চাচা (বরের পিতা) জোড় পূর্বক রাতের আধারে বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে আমি স্কুলছাত্রীর বাড়িতে উপস্থিত হলে বর পালিয়ে যায়।

এসময় বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই মেয়েকে বিয়ে  না দেওয়ার অঙ্গীকার করে ওই স্কুলছাত্রীর মা ও চাচা (বরের পিতা) মুচলেকা দেন।

ইউএনও সামিউল ইসলাম আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।