নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Rising Cumilla - Teacher arrested for rape of madrasa student in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক নাছির পাটোয়ারীকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ এর সদস্যরা।

শুক্রবার (১২ জুলাই) সকালে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান।

অভিযুক্ত শিক্ষক কুমিল্লার দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের মৃত আব্দুস সামাদ পাটোয়ারির ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ৪ জুলাই জেলার দাউদকান্দি উপজেলার খালিশা মোহাম্মাদিয়া মিসবাউল উলুম মাদ্রাসার পাশের একটি বাসায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন শিক্ষক নাছির। ওই শিশু একই মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নাছিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নজরে আসায় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১১ সিপিসি-২ (কুমিল্লা) এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, ঘটনার দিন বৃষ্টির কারণে মাদ্রাসার অধিকাংশ ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল। গ্রেপ্তার নাছির পরিবারসহ মাদ্রাসার পেছনের একটি বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন আসামির পরিবারের সদস্যরাও বাড়িতে অনুপস্থিত ছিল।

এ সময় আসামি নাছির তার বাসা ঝাড়ু দেয়ার জন্য ভুক্তভোগীকে ডেকে নিয়ে যায়। সে বাসায় প্রবেশ করলে আসামি তার বাসার দরজা লাগিয়ে দেয়।

পরে সে তাকে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার করলে আসামি তাকে উক্ত ঘটনা গোপন রাখতে বলে এবং প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।

র‌্যাবের ওই কর্মকর্তার ভাষ্য মতে, বাড়িতে গিয়ে ওই শিশুটি কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে পরিবারের জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ণনা দেয়। পরে থানায় গিয়ে মামলা দায়ের করে পরিবার।

এদিকে মামলার খবর পেয়েই রাজধানী ঢাকায় আত্মগোপনে চলে যান অভিযুক্ত নাছির। র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে নাছিরকে গ্রেপ্তার করে।