মে ৩, ২০২৫

শনিবার ৩ মে, ২০২৫

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Rising Cumilla - 2 drug dealers arrested with huge quantity of marijuana and phensedyl in Cumilla

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়। এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) বিকালে মেসার্স নাঈমুল ফিলিং স্টেশন এন্ড এল.পি.জি এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ বাবু (৪৫), মোসাঃ রাশিদা বেগম (৫২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা  কর্তৃপক্ষ জানায়, এই অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুইটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট সাত (০৭) কেজি গাঁজা উদ্ধার করেন। এর মধ্যে একটি পোটলায় ৫ কেজি এবং অন্যটিতে ২ কেজি গাঁজা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

এছাড়াও, আরেকটি ট্রাভেল ব্যাগ থেকে ভারতীয় তৈরি কোডিন ফসফেট মিশ্রিত ফেনসিডিল সিরাপের ২০ (বিশ) টি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে, যার মোট পরিমাণ দুই (০২) লিটার। অভিযানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দুটি সীমযুক্ত বাটন মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন