রবিবার ২৭ জুলাই, ২০২৫

কুমিল্লায় বিজিবির অভিযানে চিংড়ি রেণুসহ কোটি টাকার পণ্য জব্দ

Goods worth crores of taka, including shrimp, seized in BGB operation in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) একটি বিশেষ টহলদল শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এই অভিযানের অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালিত হয়।

অভিযানে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ট্রাকসহ মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি এবং চিংড়ি মাছের রেণু জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে এক লাখ বিশ হাজার পিস ভারতীয় আতশবাজি এবং ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণু। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, আটক ট্রাকসহ বাজেয়াপ্ত পণ্য কাস্টমস বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন