কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরীর মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ৭ জানুয়ারির নির্বাচন বাতিল ও অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি মহিলা কলেজ এলাকায় পৌঁছলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন দাবিতে আমাদের বিক্ষোভ মিছিলে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
এ বিষয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহজনক দুজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।