নভেম্বর ১৫, ২০২৪

শুক্রবার ১৫ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় প্রাণিসম্পদ দপ্তরের সুলভমূল্যে ডিম বিক্রয়

Rising Cumilla - Cumilla Animal Husbandry Department selling cheap eggs
ছবি: প্রতিনিধি

পুষ্টিগুন সমৃদ্ধ প্রাণিজ আমিষ ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে সুলভমূল্যে ডিম বিক্রয় কার্যক্রমের অংশ হিসাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডিম বিক্রয় কার্যক্রম চলছে।

গত (১০ নভেম্বর) রবিবার প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে প্রতিদিন সুলভমূল্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এই ডিম বিক্রয় চলছে।

সুলভমূল্যে ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান।সরেজমিন গিয়ে দেখা যায়, ডিম বিক্রেতা প্রতিষ্ঠানের দোকানে ক্রেতারা লাইন ধরে ডিম কিনছেন। এক হালি ডিমের দাম ৪৬ টাকা। এক ডজন ডিমের দাম ১৪০ টাকা।

বর্তমান বাজার দর থেকে অনেক কম দামে ডিম কিনতে পেরে ক্রেতারা অনেক খুশি। প্রতিদিন ক্রেতারা সুলভমূল্যে এই ডিম কিনছেন। ডিম কিনতে আসা রুবিনা আক্তার বলেন, বাজারের থেকে কিছুটা কম দামে ডিম কিনতে প্রাণিসম্পদ দপ্তরের বাজারে এসেছি। এখান থেকে কম দামে ডিম কিনেছি। এতে আমি খুশি।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান বলেন, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যোগে সুলভমূল্যে এই ডিম বিক্রয় কার্যক্রম চলছে। প্রতিদিন ক্রেতারা এখান থেকে সুলভমূল্যে ডিম ক্রয় করছেন। এই কার্যক্রম অব্যাহত আছে।