
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় গতকাল বুধবার (১৬ এপ্রিল) কুমিল্লার পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচিতে সেনাবাহিনীর হামলার নিন্দা জানিয়েছে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন।
এ প্রসঙ্গে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ বলেন, সারাদেশের পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শিক্ষার্থীদের ৬দফা দাবিতে যৌক্তিক আন্দোলনে সেনাবাহিনীর অতর্কিত হামলার নিন্দা জানাই।
শিক্ষার্থীরা তাদের ৬দফা দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছিলো কিন্তু এখানে সেনাবাহিনী গুলি ছুড়ে এবং অতর্কিত ভাবে লাঠিচার্জ করে। রাস্ট্রের এমন আচরণ অগণতান্ত্রিক এবং মানবাধিকারবিরোধী। পলিটেকনিক শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই কুমিল্লা কোটবাড়িতেও দেখেছি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলো কুমিল্লার সরকারী-বেসরকারী পলিটেকনিক শিক্ষার্থীরা। আজকে তাদের উপর যৌক্তিক আন্দোলনে কেনো হামলা করা হলো?
শাসক বদলায় কিন্তু শোষক বদলায় না। শিক্ষার্থীদের উপর হামলার দ্রুত বিচার এবং তাদের যৌক্তিক সকল দাবি মেনে নেওয়ার দাবি জানাই না হয় কুমিল্লার সরকারী-বেসরকারী পলিটেকনিক শিক্ষার্থী সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবারো রাজপথে নেমে আসতে বাধ্য হবে। ছাত্রদের উপর আঘাত করে কেউ ছাড় পায়নি। শিক্ষার্থীরা সাধারণত কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে আসে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি তাদের এই ৬দফা দাবি দ্রুত মেনে নিন। শিক্ষার্থীদের উপর হামলার দ্রুত বিচার করুন।
কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সংহতি জানাই এবং কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন সবসময় কুমিল্লার সকল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানায়।