
কুমিল্লায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) সফলভাবে আয়োজন করেছে “নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা।
আজ বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর রিজিওনাল অফিস ও ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থা।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রিদওয়ানুল ইসলাম, যিনি একজন অভিজ্ঞ ফ্যাক্টচেকার হিসেবে ফেক্টওয়াচে কর্মরত। কর্মশালায় তিনি অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা ও নিরাপদ অনলাইন ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় কুমিল্লার বিভিন্ন পেশার নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো—গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি ছাড়াও বিভিন্ন স্তরের অংশীজন কর্মশালায় অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানতে পারেন কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা যায়, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, গুজব শনাক্তকরণ, তথ্য যাচাই ও অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা পাওয়া যায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট-এর ডেপুটি ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, এবং মোহাম্মদ নুরুল হক, কুমিল্লা জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সহ সাকমিডের অন্যান্য কর্মকর্তারা।
সাকমিড আগামী এক বছরে কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এই কার্যক্রমের মাধ্যমে নারী ও তরুণীদের ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে সাকমিড।