ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় নারী মাদক কারবারিসহ দুইজন আটক, গাঁজা উদ্ধার

Rising Cumilla - Two female drug dealers arrested in Cumilla, cannabis recovered
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্তে অভিযান চালিয়ে মোসা. ফাতেমা বেগম (৪০) ও মো. রুবেল মিয়া (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার ভোরে ও সকালে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিশ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করে বিজিবি।

আটক হওয়া মোসা. ফাতেমা বেগম গাজীপুর জেলা সদরের দক্ষিণ খাইলকুর গ্রামের নজুমুদ্দিনের মেয়ে। অপর আটক হওয়া মো. রুবেল মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর (পূর্বপাড়া) গ্রামের আলফু মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ান ৬০ বিজিবি (সালদানদী বিওপি) এ অভিযান পরিচালনা করেন।

এতে নেতৃত্ব দেন সালদানদী বিওপির ক্যম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান। বিজিবি জানায়, অভিযানে আটক হওয়া মোসা. ফাতেমা বেগমের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও রুবেল মিয়ার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিজিবি কর্তৃক আটক হওয়া দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।