নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা

Reception for the selected candidates for the post of Trainee Recruit Constable in Cumilla
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১ টায় কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আবদুল হালিম মিলনায়তনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর প্রাথমিকভাবে নির্বাচিত ১৩৪ জন প্রার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) তার বক্তব্যে বলেন, “যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই স্থানে। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম স্যারের যথাযথ নির্দেশনায় বাংলাদেশ পুলিশকে যুগপোযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষ্য হিসেবে আপনাদের এই নিয়োগ অন্যতম একটি ধাপ।”

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে স্মার্ট পুলিশ হিসেবে আপনারা কাজ করবেন। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।”

এদিকে নির্বাচিত প্রার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকেই তখনো বিশ্বাস করতে পারছিলেন না যে, তাদের বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড ডিবি) মোহাম্মদ নাজমুল হাসানসহ জেলা পুলিশ, কুমিল্লার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।