মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় চৌদ্দগ্রামে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট: নোটারী পাবলিকের মাধ্যমে বয়স গোপনের চেষ্টা, পিতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় চৌদ্দগ্রামে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট: নোটারী পাবলিকের মাধ্যমে বয়স গোপনের চেষ্টা, পিতাকে জরিমানা/ছবি: সংগৃহীত

কুমিল্লায় চৌদ্দগ্রামে বাল্যবিবাহের খবর পেয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, সৈয়দ সাফকাত আলী। কোর্ট পরিচালনায় তাঁকে সহায়তা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা, চৌদ্দগ্রাম, জনাব শাহানাজ আক্তার, এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালনগর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, আইন অনুযায়ী বিবাহের উপযুক্ত বয়স (পুরুষের ক্ষেত্রে ২১ বছর, মহিলাদের ক্ষেত্রে ১৮ বছর) হওয়ার পূর্বেই ১৫ বছর বয়সী উম্মে হাবিবা অহনা নামের এক কন্যার বিবাহের আয়োজন করা হয়েছে। তার পিতার নাম মোঃ অলী উল্লাহ এবং মাতার নাম সালমা আক্তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উম্মে হাবিবা অহনার পিতা মোঃ অলী উল্লাহ তার কন্যার বয়স ১৮ বছর হয়নি বলে স্বীকার করেন এবং আইন লঙ্ঘনের অপরাধ মেনে নেন।

জানা যায়, পরিবারটি নোটারী পাবলিকের মাধ্যমে মেয়ের বয়স গোপন করে এই বাল্যবিবাহটি সম্পাদন বা পরিচালনা করার চেষ্টা করছিল।

‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ এর ধারা ০৮ অনুযায়ী এই আইন অমান্য এবং বয়স গোপনের অপরাধে কনের পিতাকে ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য, তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যেত।

দণ্ডিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এরপর ভবিষ্যতে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ সম্পন্ন করবেন না মর্মে কনের পিতা মোঃ অলী উল্লাহ ও স্থানীয় ০৩ নং ওয়ার্ড মেম্বার জনাব বজলুর রহমান এর যৌথ স্বাক্ষরিত মুচলেকা গ্রহণ করা হয়। একইসঙ্গে, কনের পিতা মেয়েকে পুনরায় স্কুলে পাঠাবেন বলে স্বীকৃতি দেন।

উপজেলা প্রশাসন, চৌদ্দগ্রাম, বাল্যবিবাহসহ সকল ধরনের অপরাধ নিরোধে যথাযথভাবে রাষ্ট্রের আইন, কানুন ও বিধি প্রতিপালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ ও মনোভাব কামনা করেছে।

আরও পড়ুন