মে ২৯, ২০২৫

বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫

কুমিল্লায় চলছে তিন দিনব্যাপী ভূমি মেলা

Three-day land fair underway in Comilla
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় চলছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

গতকাল রবিবার কুমিল্লা জেলা পরিষদ ডাক বাংলোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানেই আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

র‌্যালি ও আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বক্তারা ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদানের গুরুত্ব তুলে ধরেন।

এই তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে পুরাতন জেলা পরিষদ ভবনে ভূমি সেবা বিষয়ক ১০টি স্টল স্থাপন করা হয়েছে।  এসব স্টলে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ এবং সেবার বিষয়ে দর্শনার্থীদের সহায়তা করা হচ্ছে।

আরও পড়ুন