বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগে ৩০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগে ৩০ হাজার টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

জেলার বুড়িচং উপজেলার বারাইর এলাকায় আজ ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ১০ হাজার করে তিনজনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার দুপুর ১২টায় বুড়িচং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বাখরাবাদ গ্যাস কোম্পানির উপ-পরিচালক আব্দুর রউফ চৌধুরী বাসসকে বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছেন এমন অভিযোগের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে ১ ইঞ্চি ব্যাসের ২৫টি পাইপ যা দৈর্ঘ্য ২০ ফুট করে মোট ৫০০ ফুট এবং ২৬টি লোকাল রেগুলেটর জব্দ করা হয়েছে।

তিনি বলেন,অবৈধ গ্যাস সংযোগের দায়ে উপজেলার বারাইর গ্রামের সুলতান আহমদ (৪৫), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. সেলিম (৪২) ও একই গ্রামের আলী আশ্রাফের ছেলে আবুল কাসেমকে (৩৩) ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম অভিযানে সহযোগিতা করে।

আরও পড়ুন