নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুবিতে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি নাঈম, সম্পাদক আবিদুর

Naeem is the president of the new committee of Feni Students Association in Cumilla University, Abidur is the secretary
ছবি: রাইজিং কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আঞ্চলিক ছাত্র সংগঠন ‘ফেনী স্টুডেন্ট’স এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম উদ্দিন খোন্দকার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী মো. আবিদুর রহমান।

সোমবার (১১ মার্চ) সদ্য বিদায়ী কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন আবরার ফাহিম, অনন মজুমদার, রুবাইয়া আঁখি, মো: সায়েম মুহাইমিন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন বেলাল হোসাইন মামুন, আয়েশা আক্তার ও সাজেদুল কাদের সুপ্ত।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জাহিদুল হক ফাহাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো: তানভির মাহমুদ, তানজিনা আক্তার, নিশাত তাসনিম সাইমা, মাহের তারিন ও আরমান আলী পাটোয়ারী। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়সাল আহমেদ রেজভী ও মাহবুবা জান্নাত এবং দপ্তর সম্পাদক দায়িত্ব পালন করবেন মোস্তাফিজুর রহমান।

উপ-দপ্তর সম্পাদক হৃদয় ভূইয়া, নারী বিষয়ক সম্পাদক তাসনিম তাবাসসুম সূচি, উপ-নারী বিষয়ক সম্পাদক তাসমিমা তাহরিন ঔসি, প্রচার সম্পাদক আব্দুল আল সায়েম, উপ-প্রচার সম্পাদক সাদিয়া বিনতে সুলতান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: নাজমূল হক ও সৈকত দে, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাওফাল ইসলাম ইভান।

আইন বিষয়ক সম্পাদক জান্নাতুল নাঈমা, রাফি চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মুরাদুল হাসান, সংস্কৃতি সম্পাদক মাহিয়া ওরসি, উপ-সংস্কৃতি সম্পাদক সাদমান নূর, ক্রীড়া বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক জান্নাতুল মাহি।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল ইসলাম, জিয়া ফাহিম, আফতাব উদ্দিন, ইফাজ উদ্দিন, বিন ফয়সাল, খন্দকার মিনহাজ, সোহেল, মো: ফারুক ভূঁইয়া, মেহেদী হাসান, মো: শরিফুল ইসলাম, মোশাররফ হোসাইন জাবেদ, মোবারক হোসেন অভি, সাগর আহমেদ, শাহরিয়ার, তানহা জোবায়ের, রুবাইয়া হুসাইন পুনম, শারমিন পূর্ণিমা, সুমাইয়া সুলতানা, তাসনিম সুরাইয়া, সায়েমা, কাজী নাসরিন মুনতাহা, ফকরে জাহান রিমি এবং জান্নাতুল ফেরদৌস মোনতাহা।