নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের বিজয় দিবসের কুইজে বিজয়ী নূরহাত-হীরা-শফিকুল

Noorhat-Hira-Shafiqul won the victory day quiz of Cumilla University Branch Young Columnists Forum
কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের বিজয় দিবসের কুইজে বিজয়ী নূরহাত-হীরা-শফিকুল। ছবি: কুবি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৩ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিজয়ী হয়েছেন নূরহাত সুলতানা, হীরক হাসান হীরা এবং মোঃ শফিকুল ইসলাম। মোঃ শফিকুল ইসলাম এবং হীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং নূরহাত সুলতানা সরকারি আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী।

রবিবার (১৭ ডিসেম্বর) রাত এগারোটায় তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক তাসনীম হাসান মজুমদার এক ভার্চুয়াল মিটিংয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় নতুন সদস্যের ফিচার ও কলাম লেখার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তাসনীম হাসান মজুমদার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আফরোজ।

তৃতীয় দিনের বিজয়ী মোঃ শফিকুল ইসলাম বলেন, বিজয় দিবসের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে আমি আনন্দিত। যা আমার অন্যতম সাফল্য। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে অংসখ্য ধন্যবাদ, বিজয় দিবস উপলক্ষে এ রকম কুইজ প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এ ধরনের কুইজ প্রতিযোগিতা যেন ঐতিহাসিক দিনগুলোতে বড় পরিসরে আয়োজন করা হয় এ জন্য আমি অনুরোধ জানাবো। এতে আমরা দেশের সঠিক ইতিহাস সম্পর্কে অবগত থাকতে পারব।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমরান হোসাইন, সহ-সভাপতি সানজিদা লিজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আফরোজ, সাংগঠনিক সম্পাদক আল মাসুম হোসাইন, অর্থ সম্পাদক ইভানুর মীম, দপ্তর সম্পাদক সাইদুল হাসান, উপ-দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিক হাসান অন্তর, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক সাইমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ, সম্পাদকীয় পর্ষদের সদস্য ইসরাত জাহানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪,১৫ ও ১৬ই ডিসেম্বর তিনদিন ব্যাপী এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বিজয়ীদের মাঝে মুক্তিযুদ্ধভিত্তিক পাঠক নন্দিত বই জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’, হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ এবং মঈদুল হাসানের ‘মূলধারা ‘৭১’ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।