কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানবিক সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(২৪ মার্চ) ব্যবসায় প্রশাসন অনুষদের এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতারপূর্ব আলোচনা সভায় মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য তুলে ধরেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি গোলাম মোস্তফা শাহ।
এতে সংঠনের সভাপতি আসাদুজ্জামান মিরাজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো: জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি গোলাম মোস্তফা শাহসহ গাউসিয়া কমিটির জেলা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।