ফেব্রুয়ারি ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি, ২০২৫

কুবিতে কর্মকর্তা সমিতির আহবায়ক নাসির, সদস্য সচিব এমদাদ

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা সমিতির গত কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের সিনিয়র পোগ্রামার মোহাম্মদ নাছির উদ্দিন আহ্বায়ক এবং সহকারী রেজিস্ট্রার এমদাদুল হক সদস্য সচিব মনোনীত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে‚ ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্থগিত হয়। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি একটি পেশাজীবী সংগঠন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য কর্মকর্তাদের প্রতিনিধির প্রয়োজন অপরিসীম। এছাড়াও কর্মকর্তা পরিষদের বর্তমান সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ওএসডি থাকা এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মকর্তাদের সম্মতিক্রমে কর্মকর্তা পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নিম্নোক্তভাবে আহবায়ক কমিটি গঠন করা হলো।’

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ( অর্থ) মো. নাছির উদ্দিন, উপ পরিচালক (অ ও হি) ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান, ডেপুটি রেজিস্টার মো. মোশারফ হোসেন, সহকারী রেজিস্টার মো. মোশারফ হোসেন ভূইয়া‚ এবং সেকশন অফিসার সৈয়দ আনোয়ারুল আজম সদস্য মনোনীত হয়েছেন।

উল্লেখ্য,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আহবায়ক কমিটি তাদের কার্যক্রম চলমান রাখবে।