নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: কুমিল্লায় ১৬ গ্রেপ্তার

Two groups of juvenile gangs clash, 16 arrested in Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর ঈদগাহ মোড়ে কিশোর গ্যাং রতন গ্রুপ ও ঈগল গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দের জেরে কিশোর গ্যাংয়ের ঈগল গ্রুপ ও রতন গ্রুপের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ফলে আশপাশের এলাকার জনমনে ভয়ভীতির সৃষ্টি হয়।

ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ১৬ জন কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, রতন গ্রুপ এবং ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িত হয় । উভয় গ্রুপ ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তার করে দেশীয় অস্ত্র ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পরস্পরকে আহত করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় পৃথক পৃথক আইনে চারটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কিশোরদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এসপি আরও জানান, কুমিল্লায় যে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় আছে। তাদেরকে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে৷

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।