ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

‘কিছু হলেই রাস্তায় আন্দোলন, এভাবে আর কতদিন’

Rising Cumilla - If something happens, the movement on the streets, how long will this be
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে মালিবাগ থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ফলে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, মালিবাগ ফ্লাইওভার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। রামপুরা বাজার সংলগ্ন মোড়ে অবরোধ করছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।

পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুব কষ্টে রামপুরা থেকে হেঁটে মৌচাক যাচ্ছি। রাস্তায় রিকশাও নেই। হাঁটা ছাড়া কোনো উপায় পাচ্ছি না।

আজম হক নামে এক পথচারী বলেন, কিছু হলেই রাস্তায় আন্দোলন। এভাবে আর কতদিন। অসুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে গুলিস্তান যেতে হবে।

ভিক্টর বাসে থাকা যাত্রী শহিদ বলেন, আমার স্ত্রী আর সন্তান আছে সঙ্গে। এক ঘণ্টা যাবৎ জ্যামে আটকা। ওদের নিয়ে হেঁটে যাওয়ার উপায় নেই। একদম অসহায় হয়ে পড়েছি।

আন্দোলনকারীরা জানান, আমরা সমিতি থেকে টাকা নিয়ে রিকশা কিনছি। এখনো কিস্তি পরিশোধ করতে পারিনি। আমরা হাজার হাজার মানুষ হঠাৎ করে কোন পেশায় যাব। আমরা রাস্তায় গাড়ি চালানোর অধিকার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব।

এ বিষয়ে খিলগাঁও জোনের ওসি ফয়েজ ইকবাল সংবাদিকদের বলেন, আমরা মানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছি। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি। দেখা যাক কি হয়।