
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকাল ১০টা ৪০ মিনিটে কসবা থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখলা এলাকায়।
অভিযানের সময় স্থানীয় আতাউর রহমান সরকার ওরফে আতিক সরকারের দোকান ও বসতঘর সংলগ্ন অলিউল্লাহ কবরস্থানের পাশে একটি ফাঁকা জায়গা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী গাঁজা জব্দ করে এবং পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।
কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।