সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

কলার খোসা: ফেলে দেওয়ার আগে ভেবে দেখুন!

ছবি: গেটি ইমেজেস

কলা খাওয়ার পর আমরা সাধারণত এর খোসা ফেলে দিই। কিন্তু জানেন কি, এই ফেলে দেওয়া কলার খোসাতে রয়েছে অনেক গুণ? বিশেষ করে রূপচর্চায় এটি খুবই মূল্যবান।

কলার খোসার নানা উপকারিতা হলো:

  • ত্বকের বলিরেখা দূর করে
  • মুখের দাগ দূর করে
  • দাঁত সাদা করে
  • ঠোঁটের রং গোলাপি করে
  • জুতা ময়লা দূর করে
  • মসৃণ ত্বকের জন্য ব্যবহার করা যায়
  • স্ক্র্যাচ দূর করতে
  • ব্রণ দূর করে

কলার খোসার ব্যবহারের কিছু উপায়:

দাঁত সাদা করতে: কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘষতে থাকুন ২ মিনিট ধরে। ৫ মিনিট অপেক্ষা করে এরপর নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন। মাত্র ৭ দিনেই দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

জুতার ময়লা দূর করার জন্য: পাকা কলার খোসার ভেতরের অংশটা দিয়ে জুতা ওপরে ঘষুন অন্তত ৫ মিনিট। দেখবেন চকচকে হয়ে উঠতে শুরু করেছে জুতা।

ব্রণ দূর করার জন্য: কলার খোসার ভেতরের অংশটি দিয়ে ব্রণের ওপর ঘষতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন ব্রণ চলে গেছে।