ডিসেম্বর ২২, ২০২৪

রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪

কলাগাছের তন্তু (আঁশ) থেকে তৈরি কলাবতী শাড়ি উপহার প্রধানমন্ত্রীকে

Kalavati saree made from banana fiber (scale) was gifted to the Prime Minister
কলাগাছের তন্তু (আঁশ) থেকে তৈরি কলাবতী শাড়ি উপহার প্রধানমন্ত্রীকে। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাগাছের তন্তু (আঁশ) থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্প উপহার হিসেবে গ্রহণ করেছেন।

আজ সোমবার (১৭ জুলাই) বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে তাঁর কাছে কলা গাছের ফাইবার (তন্তু) থেকে তৈরি তিনটি শাড়ি ও দুটি গহনার বাক্স হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো, মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী কলাগাছের তন্তু (আঁশ) থেকে এই মণিপুরী ডিজাইনের শাড়ি তৈরি করেছেন।

অন্যদিকে অঞ্জলি দেবী ও দত্ত সিং প্রধানমন্ত্রীকে উপহার দেয়া তিনটি শাড়ি তৈরি করেছেন।

এছাড়া পাহাড়ি এলাকায় আবাসিক আশ্রয়কেন্দ্রের বিশেষ ‘মাচাং হাউজ’-এর মডেল, জেলা ব্র্যান্ড ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।