জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

Mirza Fakhrul Islam Alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

এদিন সাড়ে ১১টার পরে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থবোধ করছিলেন।

এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ফখরুল। তাঁর করোনা প্রতিরোধের টিকার চতুর্থ ডোজ নেওয়া আছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জা ফখরুল ২০২২ সালের ১১ জানুয়ারিতে প্রথম করোনা পজিটিভ হয়েছিলেন।