অক্টোবর ৩১, ২০২৪

বৃহস্পতিবার ৩১ অক্টোবর, ২০২৪

ওয়ানডে বিশ্বকাপ: জানা গেল বাংলাদেশ ম্যাচের সম্ভব তারিখ

ওয়ানডে বিশ্বকাপ: জানা গেল বাংলাদেশ ম্যাচের সম্ভব তারিখ
ওয়ানডে বিশ্বকাপ: জানা গেল বাংলাদেশ ম্যাচের সম্ভব তারিখ। ছবি: সংগৃহীত

চলতি বছরের ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আসরটি ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। যদিও এখনো সূচি চূড়ান্ত হয়নি, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর একটি খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়েছে।

এই খসড়ায় গ্রুপপর্বে বাংলাদেশের বড় দুটি ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ জানা গেল। নিউজ ১৮ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচ আগামী ৩১ অক্টোবর।

বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান খেলাটি ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান ক্রিকেট দল অবশ্য এই ভেন্যুতে খেলতে রাজি নয়, তবুও বিসিসিআই এই মাঠকেই লক্ষ্য বানিয়েছে।

বিশ্বকাপে ভারতের খসড়া সূচি

ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ

ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে

ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনৌ

ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বাই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

প্রসঙ্গত, খসড়া রিপোর্ট অনুযায়ী ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে ৫ অক্টোবর থেকে। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই আহমেদাবাদে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যদিও খসড়া সূচিতে সেমিফাইনালের ভেন্যু প্রকাশ করা হয়নি।