ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

ওয়ানডে বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি যে আম্পায়ার!

One-day World Cup Bangladeshi umpire!
ওয়ানডে বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি যে আম্পায়ার!। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে সুনাম আছে বাংলাদেশি আম্পায়ারদের। বিশেষ করে গেলো এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ এবং ফাইনালে দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান। তবে এবার ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের তালিকায় থাকতে পারেন শরফুদ্দৌলা ইবনে শহিদ।

আইসিসির বিশ্বকাপ নিজেদের এলিট প্যানেল নিয়ে খেলে থাকে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বেশ উচ্ছ্বসিত হয়ে জানান, তাদের প্যানেলে শরফুদ্দৌলা ইবনে শহিদ রয়েছেন, তাই আমরা আশা করতে পারি তারা শরফুদ্দৌলাকে সুযোগ দিবে।

এদিকে, ক্রিকেটে আম্পায়ারদের সাথে অশোভন আচরণ এড়াতে ক্রিকেটারদের নিয়ে ওয়ার্কশপ করতে চায় বিসিবি। আম্পায়ারদের মানোন্নয়নে যেমন কাজ করছে বিসিবি, তেমনি ক্রিকেটারদের আচরণ নিয়ে ওয়ার্কশপ করার পরিকল্পনা বোর্ডের বলে জানান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।