এশিয়া কাপ খেলতে ‘হাইব্রিড মডেল’-এ রাজি হওয়ার জন্যে ভারতীয় বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, বাবররা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে তাদের সরকার।
বিশ্বকাপের বাকি চার মাসেরও কম। কিন্তু এখনো সূচি চূড়ান্ত করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। কারণ একটাই। এখনো ভারতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেনি পাকিস্তান। পিসিবি জানিয়েছে, তাদের ইচ্ছার উপর খেলতে আসা বা না আসা কোনো কিছুই নির্ভর করছে না। পাকিস্তান সরকার তাদেরকে ভারতে খেলতে যাওয়ার ছাড়পত্র দিলে তবেই তারা বিশ্বকাপ খেলতে যেতে পারবে।
বিশ্বকাপের সূচি চূড়ান্ত করার আগে প্রতিটি দেশকে খসড়া সূচি পাঠানো হয়েছিল আইসিসির পক্ষ থেকে। সেটার প্রেক্ষিতে আইসিসিকে চিঠি লিখে নিজেদের বাধ্যবাধকতার কথা জানিয়েছে পিসিবি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।
শুক্রবার চেয়ারম্যান নাজম শেঠি সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা আইসিসিকে চিঠি লিখে জানিয়েছি সমস্ত বিষয়টি। আমরা জানিয়ে দিয়েছি যে এইভাবে ওয়ান ডে বিশ্বকাপের সূচির ব্যাপারে সম্মতি বা অসম্মতি দিতে পারব না। এই বিষয় আমাদের দেশের সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। ভারত যেমন পাকিস্তানে খেলতে আসতে চাইলে যেমন ওদের দেশের সরকারের অনুমতি প্রয়োজন, তেমনই আমাদের সরকার ঠিক করবে ভারতে খেলতে যাব কি না।’
বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসি যে খসড়া সূচি পাঠিয়েছিল, তাতে ১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা আছে গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে ।এ ছাড়াও বিশ্বকাপে ভারতের আরও পাঁচটি শহরে খেলবে পাকিস্তান। যার মধ্যে রয়েছে কলকাতাও। তবে পাকিস্তান এখনও আইসিসির প্রস্তাবিত সূচি নিয়ে তাদের অফিসিয়াল সম্মতি জানায়নি।