ডিসেম্বর ১৪, ২০২৪

শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪

এলিফ্যান্ট রোডের বহুতল ভবন মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

এলিফ্যান্ট রোডের চিএ।ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি নয়তলা ভবনের কম্পিউটার মার্কেটে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপস্থিত সাংবাদিকের এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির পঞ্চম তলায় আগুন লাগে। একটি কম্পিউটার দোকানে আগুনের সূত্রপাত। মার্কেটের ৩-৪টি দোকান পুড়ে গেছে।

তিনি বলেন, নয়তলা ভবনের পাঁচতলা পর্যন্ত মার্কেট। বাকিগুলোতে লোকজন বসবাস করেন। আগুন লাগার পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কেউ কেউ ছাদে চলে যান। পরে ছাদ থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক আরও বলেন, অগ্নিকাণ্ডে ভবনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কীভাবে ওই ভবনে আগুন লাগল, সে বিষয়ে কোনো ধারণা তাৎক্ষণিকভাবে দিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার।