জানুয়ারি ৬, ২০২৫

সোমবার ৬ জানুয়ারি, ২০২৫

এমবাপ্পেকে ছাড়িয়ে আর্লিং হালান্ড বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার

Mbappe and Erling Haaland
কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড | ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতে বিশ্বের শীর্ষ ১০ দামী ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট। তালিকায় শীর্ষে রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। তার বর্তমান মূল্য ১৪৪.২ মিলিয়ন ইউরো।

হালান্ড গত বছরের জানুয়ারিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। সিটির হয়ে প্রথম মৌসুমেই নরওয়েজিয়ান এই তরুণ তুর্কি গত মৌসুমে ৫২ গোল করেন। তার এই গোলের অভাবনীয় রেকর্ডের উপর ভর করে হালান্ডের মূল্য বেড়ে যায়।

হালান্ডের আগে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ছিলেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তার মূল্য এখন ১৩৬ মিলিয়ন ইউরো। পিএসজির সাথে তার চুক্তি শেষ হবার দ্বারপ্রান্তে রয়েছে, যে কারণে তার চুক্তির পরিমানে প্রভাব পড়েছে।

হালান্ডের পর বিশ্বের শীর্ষ তিন দামী ফুটবলার হলেন:

১. আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) – ১৪৪.২ মিলিয়ন ইউরো
২. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) – ১৩৬ মিলিয়ন ইউরো
৩. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৩২.৫ মিলিয়ন ইউরো

শীর্ষ দশে আরও থাকা অন্যান্য ফুটবলার হলেন:

৪. হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ) – ১০৬.৫ মিলিয়ন ইউরো
৫. বুকায়ো সাকা (আর্সেনাল) – ১০৩.৫ মিলিয়ন ইউরো
৬. ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) – ১০১.৫ মিলিয়ন ইউরো
৭. জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ) – ৯৩.৭ মিলিয়ন ইউরো
৮. ডিক্লান রাইস (আর্সেনাল) – ৮৯.২ মিলিয়ন ইউরো
৯. গাভি (বার্সেলোনা) – ৮৫.৯ মিলিয়ন ইউরো
১০. মোয়েসিস কেইসেডো (চেলসি) – ৮৫.৮ মিলিয়ন ইউরো