
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (৩০ জুলাই) প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়েছে, প্রতি বছর ১ জুলাই থেকে তারা তাদের মূল বেতনের উপর ভিত্তি করে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
এই নির্দেশনা দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।
কারা, কতটুকু সুবিধা পাবেন?
নতুন নির্দেশনা অনুযায়ী, বিশেষ সুবিধার হার দুটি ভিন্ন গ্রেডের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে:
- ৯ম গ্রেড বা তার উপরের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতনস্কেলের ৯ম গ্রেড বা তার উপরের গ্রেডে অন্তর্ভুক্ত, তারা প্রতি বছর ১ জুলাই থেকে তাদের প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। এই সুবিধা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
- ১০ম গ্রেড বা তার নিচের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১০ম গ্রেড বা তার নিচের গ্রেডে অন্তর্ভুক্ত, তারা প্রতি বছর ১ জুলাই থেকে তাদের প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে, এই সুবিধার পরিমাণ কোনোভাবেই ১৫০০ টাকার কম হবে না। এই সুবিধাটিও একই তারিখ থেকে কার্যকর হবে।
মাউশি জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এই বিশেষ সুবিধা পাবেন। নির্দেশনাটি ইতোমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে।