এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (৩০ জুলাই) প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়েছে, প্রতি বছর ১ জুলাই থেকে তারা তাদের মূল বেতনের উপর ভিত্তি করে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
এই নির্দেশনা দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিশেষ সুবিধার হার দুটি ভিন্ন গ্রেডের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে:
মাউশি জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এই বিশেষ সুবিধা পাবেন। নির্দেশনাটি ইতোমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC