
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে বলেও জানিয়েছে ডিএনসিসি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল হাসান বলেন, ‘ওই কর্মকর্তা (মিজানুর রহমান) প্রশাসককে হোয়াটসঅ্যাপে ঘুষের প্রস্তাব দিয়ে খুদে বার্তা দিয়েছেন। ট্র্যাকিং করে নম্বরটি ওই কর্মকর্তার বলে নিশ্চিত হওয়া গেছে।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।’
ডিএনসিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপে ডিএনসিসির প্রশাসককে উপকর কর্মকর্তা পদে পদায়ন করার জন্য মিজানুর রহমান এ ঘুষের প্রস্তাব করেন। ডিএনসিসি সম্প্রতি কয়েকজন কর্মচারীকে উপকর কর্মকর্তা পদে পদায়ন করে। মূলত উপকর কর্মকর্তা পদটি নবম গ্রেডের।
প্রশাসক এজাজকে দেওয়া খুদে বার্তায় মিজানুর রহমান লিখেছেন, ‘ডিটিও (পৌরকর)-এর নিজ বেতন-ভাতায় দায়িত্ব নিতে চাই। স্যার যদি সম্ভব না হয়, তাহলে ডিটিও (পৌরকর) এর অতিরিক্ত দায়িত্ব নিতে চাই। স্যার আমি মিজানুর রহমান, আমার বর্তমান পদবি প্রশাসনিক কর্মকর্তা অঞ্চল-১ (উত্তরা) ঢাকা উত্তর সিটি করপোরেশন।’ তিনি আরো লিখেছেন, ‘স্যার কাজটি করে দিলে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনার জন্য এক লক্ষ টাকার উপহার আছে আমার পক্ষ থেকে। স্যার রাজি থাকলে এক লক্ষ টাকাও দিতে পারি কেউ জানবে না। স্যার কিছু মনে করবেন না।’
এ বিষয়ে প্রশাসক মোহাম্মদ এজাজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে বরখাস্ত হওয়া কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ঘুষের প্রস্তাবের বিষয়টি আমার জানা নেই। আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে আমি সঠিক জানি না।’
তবে ঢাকা উত্তর সিটির সূত্র বলছে, এ ঘটনায় ইতিমধ্যে মিজানুর রহমান প্রশাসকের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন।