জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

এইচএসসির ফল দেখা হলো না আন্দোলনে যাওয়া কুমিল্লার ফয়সালের

আন্দোলনে নিহত হন ফয়সাল আহমেদ সরকার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত ফয়সাল আহমেদ সরকার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সাথে পাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লার কৃতি সন্তান শহীদ ফয়সাল। তাঁর পরীক্ষার ফলাফল দুনিয়ার সব জানলেও নিজ চোখে দেখে যেতে পারলেন না নিজের পরীক্ষার ফলাফল।

এইচএসসির প্রকাশিত ফলাফলে জানা যায়, এস এম মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে তিনি জিপিএ- ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

নিহত ফয়সাল দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইড় গ্রামের শফিকুল ইসলাম সরকারের ছেলে।

এদিকে শহীদ ফয়সালের কৃতকার্যের খবরে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার আব্দুল্লাহপুর বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গিয়ে গুলিতে শহীদ হন ফয়সাল। পরে তার লাশ গুম করে ঢাকার রায়ের বাজার কবরস্থানে গণকবরে দাফন করা হয়।