নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

উৎসবমুখর পরিবেশে চলছে কুবি শিক্ষক সমিতির নির্বাচন

Cumilla University Teachers Association elections are going on in a festive atmosphere
ছবি: কুবি প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ১১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে দুপুর দুইটা পর্যন্ত ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা সাড়ে নয়টায় ভোট গ্রহণ শুরু করেছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ভোট গ্রহণ শেষ হলে আমরা ভোট গণনা করে আজকেই ফলাফল ঘোষণা করবো।

তবে এবারের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের নীল দল অংশ নিলেও অংশ নিচ্ছে না বিএনপিপন্থি সাদা দলের কোনো প্রার্থী।

উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর শিক্ষক সমিতি-২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শিক্ষকদের দুই পক্ষের দ্বন্দ্বে নির্বাচন স্থগিত হয়েছিল।