বুধবার ২৭ আগস্ট, ২০২৫

উপজেলা পর্যায়ে ২৪ টাকা দরে আটা কিনতে পারবে জনগণ

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পর্যায়ে ২৪ টাকা টাকা দরে আটা কিনতে পারবে জনগণ/ছবি কোলাজ/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

খাদ্যমূল্য স্থিতিশীল রাখা এবং সীমিত আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় সারা দেশে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম জোরদার করছে।

এরই অংশ হিসেবে, বর্তমানে চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওপেন মার্কেট সেল বা ওএমএস) কার্যক্রমের আওতায় চাল ও আটার পাশাপাশি এবার উপজেলা পর্যায়েও ভর্তুকি মূল্যে আটা বিক্রি শুরু হচ্ছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন কার্যক্রম চালু হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে প্রতিটি উপজেলায় প্রতি কর্মদিবসে ১ মেট্রিক টন করে আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

বর্তমানে ওএমএস কার্যক্রম সিটি করপোরেশন, শিল্পাঞ্চলভুক্ত জেলা ও উপজেলা এবং জেলা সদর পৌরসভাগুলোতে চালু আছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব এলাকার পাশাপাশি এবার সারা দেশের উপজেলাগুলোতেও আটা বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির আওতায় জনগণ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা মাত্র ২৪ টাকা দরে কিনতে পারবেন

আরও পড়ুন