ঈদের বিশেষ নাটক ‘সুইট প্রবলেম’ নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অভিনয় করেছেন ফারহান এবং নিহা।সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন সাজ্জাদ স্বপন।
নির্মাতা হিমি বলেন, ‘এটি পুরোটাই রোমান্টিক ঘরানার একটি গল্প। যেখানে প্রেমিকের পাগলামি আর প্রেমিকার সিরিয়াসনেস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’
নাটকের গল্পে ফারহান অভিনয় করেছেন বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান জারিফের চরিত্রে। অন্যদিকে যৌথ পরিবারের আদরের মেয়ে মাইশা চরিত্রে দেখা যাবে নিহাকে।থাকে জটিল ও মিষ্টি প্রেমের গল্প।
নিহা বলেন, ‘দর্শকদের ভালোবাসায় নতুন আরেকটি কাজ করলাম। লাভ সেমিস্টার নাটকের মতো এই নাটকেও দর্শক বেশ আনন্দ খুঁজে পাবেন। আর ফারহান ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে যদি বলি, তিনি অনেক গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।