ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

ঈদের নাটক নিলয়-তিশার ‘যার জন্য করি চুরি’

Niloy-Tisha's Eid drama 'For which I steal'
ঈদের নাটক নিলয়-তিশার ‘যার জন্য করি চুরি’। ছবি: সংগৃহীত

জনপ্রিয় দুই তারকা আলমগীর ও তাসনুভা তিশা আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এবং সকলের মন জয় করেছেন। এইবার ঈদুল আজহায় ‘যার জন্য করি চুরি’ নাটকে পর্দা মাতাবেন এই জুটি।

রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ‘যার জন্য করি চুরি’ নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদী রনি। নাটকে থাকবে অনেক ভালোবাসা রাগ অভিমান এমনকি অনেক সপ্ন যেগুলো নিলয় পূর্ণ করার চেষ্টা করবে। একটা সময় তিশার সঙ্গে অনেক অভিমান করে নিলয়। তখন দূরে সরে যায় আর তখনি এদিকে তাকে পাগলের মতো খুঁজতে থাকে তিশা। এইভাবে নাটকটি এগোতে থাকে।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় আরটিভিতে প্রচারিত হবে নিলয়-তিশা অভিনীত ‘যার জন্য করি চুরি’।