
ঈদ মানেই আনন্দ আর প্রিয়জনের কাছে ছুটে চলা। এই উৎসবের ছুটিতে অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে পাড়ি জমান দূর-দূরান্তে। কিন্তু পথের ক্লান্তি আর যানজটের ভোগান্তি ছাপিয়ে এক নিরবচ্ছিন্ন যাত্রার জন্য কিছু জরুরি কাগজপত্র সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের সময় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে যায়, তাই কাগজপত্র সঠিক না থাকলে আনন্দের যাত্রায় বিড়ম্বনা নেমে আসতে পারে।
আসুন জেনে নিই, ঈদযাত্রায় নিরাপদে ও ঝামেলামুক্ত থাকতে আপনার গাড়িতে কোন কোন কাগজপত্র থাকা আবশ্যক:
ড্রাইভিং লাইসেন্স
গাড়ি চালানোর জন্য সবচেয়ে মৌলিক ও অপরিহার্য দলিল হলো বৈধ ড্রাইভিং লাইসেন্স। এটি প্রমাণ করে যে আপনি গাড়ি চালানোর জন্য সরকার কর্তৃক স্বীকৃত। পুলিশের চেকপোস্টে এটি চাওয়া হলে দেখাতে পারা আপনার আইনি অধিকার নিশ্চিত করে। যেকোনো দুর্ঘটনা বা আইনি জটিলতার ক্ষেত্রেও এটি আপনাকে সুরক্ষা প্রদান করবে।
গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আরসি) বা স্মার্ট কার্ড
আপনার গাড়ির মালিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বর্তমানে এটি স্মার্ট কার্ড আকারে ইস্যু করা হয়। পুলিশ বা বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কর্মকর্তারা এটি দেখতে চাইলে তাৎক্ষণিকভাবে প্রদর্শন করতে হবে। কোনো কারণে গাড়ি জব্দ হলেও মালিকানা প্রমাণে এটি crucial ভূমিকা পালন করে।
ইন্স্যুরেন্সের কাগজপত্র
মোটরযানের জন্য বৈধ তৃতীয় পক্ষের ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। অনেকেই ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও তা নবায়ন করেন না, যার ফলে জরিমানার শিকার হতে হয়। দুর্ঘটনাজনিত আর্থিক নিরাপত্তা এবং ট্রাফিক চেকিংয়ে জরিমানা এড়াতে ইন্স্যুরেন্সের কাগজপত্র হালনাগাদ রাখা জরুরি।
ফিটনেস সার্টিফিকেট
আপনার গাড়ি রাস্তার জন্য নিরাপদ কিনা, তা প্রমাণ করে ফিটনেস সার্টিফিকেট। মূলত বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এটি বাধ্যতামূলক হলেও ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও সময়মতো এটি নবায়ন করা উচিত। এটি আপনার গাড়ির যান্ত্রিক সুস্থতার প্রমাণ এবং ট্রাফিক মামলা থেকে আপনাকে রক্ষা করতে পারে।
ট্যাক্স টোকেন ও রোড পারমিট
গাড়ির উপর নির্ধারিত কর পরিশোধের প্রমাণ হলো ট্যাক্স টোকেন। অনেক সময় এটি গাড়ির স্মার্ট কার্ডেই সংযুক্ত থাকে। ট্যাক্স পরিশোধ না করা থাকলে গাড়ি জব্দ বা বড় অঙ্কের জরিমানার আশঙ্কা থাকে। কিছু নির্দিষ্ট সড়কে চলাচলের জন্য রোড পারমিটও বাধ্যতামূলক হতে পারে।
জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ড
আপনার ব্যক্তিগত পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা স্মার্ট কার্ড সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ।
ফটোকপি/স্ক্যান কপি (ঐচ্ছিক, কিন্তু উপকারী)
মূল কাগজপত্র হারিয়ে গেলে বা জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি বা স্ক্যান কপি মোবাইলে অথবা প্রিন্ট করে সঙ্গে রাখা যেতে পারে। এটি বাড়তি সতর্কতা হিসেবে কাজ করবে।
 
								
 
								








