মার্চ ২০, ২০২৫

বৃহস্পতিবার ২০ মার্চ, ২০২৫

ইংরেজি ভাষাতেও সেবা দিচ্ছে ৯৯৯

999 National Emergency Service
ছবি: সংগৃহীত

এখন থেকে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে এখন ইংরেজি ভাষাতেও সেবা পাওয়া যাবে।

ইংরেজি ভাষাভাষী জরুরি সেবাপ্রত্যাশীদের সহায়তার জন্য প্রতিদিন তিন শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১২ জানুয়ারি থেকে এ সেবা চালু হয়েছে। ৯৯৯ নম্বরে ডায়াল করে ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি-বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ড ফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯ নম্বরে কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা নিতে পারবেন।