ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

আসন্ন বিপিএল ড্রাফটে সবচেয়ে বেশি খরচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

Comilla Victorians also cost the most in the upcoming BPL draft
আসন্ন বিপিএল ড্রাফটে সবচেয়ে বেশি খরচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ছবি: ফেসবুক

আসন্ন বিপিএলের আসরের শুরুতেই প্লেয়ার্স ড্রাফটের হিসাব করলে সেখানেও সবচেয়ে বেশি খরচের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর খরচ সবচেয়ে কম করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবার দেশি ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে ড্রাফটে মোট ৩ কোটি ২৯ লাখ টাকা খরচ করেছে নাফিসা কামালের কুমিল্লা। বিদেশি খেলোয়াড়ের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে কুমিল্লাই – ১ কোটি ৫৪ লাখ।

বিদেশি খেলোয়াড়ের সংখ্যায়ও অনেক এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তারা ড্রাফট থেকে মোট ১৩ বিদেশিকে দলে নিয়েছে।

অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১২ লাখ টাকা খরচ করেছে খুলনা টাইগার্স। তালিকার তিন নম্বরে থাকছে ফরচুন বরিশাল, তারা খরচ করেছে ২ কোটি ৯৬ লাখ টাকা।

অন্যদিকে সবচেয়ে কম খরচ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ১ কোটি ৭০ লাখ টাকা। তাদের বাইরে ২ কোটির নিচে খরচ করা দল আর নেই। ২ কোটি ১১ লাখ টাকা খরচ করেছে আরেকবার নামের বদল দেখা ঢাকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা।