বুধবার ২৭ আগস্ট, ২০২৫

আসছে দুলকার সালমানের ‘লাকি ভাস্কর’, লুক প্রকাশ!

বিনোদন ডেস্ক

Dulquer-Salmaan
ছবি: সংগৃহীত

মালয়ালাম সুপারস্টার দুলকার সালমান তার ক্যারিয়ারের ১২ বছর পূর্তিতে নতুন ছবির ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘লাকি ভাস্কর’ এবং এটি তেলেগু ভাষায় নির্মিত হবে। ভেনকি আটলুরি ছবিটি পরিচালনা করছেন।

দুলকার টুইটারে ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। লুকে দেখা যাচ্ছে, দুলকার চশমা পরে সিরিয়াস লুকে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ছবিতে প্রচুর ১০০ টাকার নোটও দেখা যাচ্ছে।

ক্যাপশনে দুলকার লিখেছেন, “সিনেমায় আমার ম্যাজিক্যাল জার্নির ১২ বছর উদযাপন করছি। আমার ‘লাকি ভাস্কর’-এর ফার্স্ট লুক প্রকাশ করছি। তেলেগু, মালয়ালাম, তামিল ও হিন্দিতে মুক্তি পাবে আপনার কাছের থিয়েটারে।”

নতুন ছবির লুক দেখে ভক্তরা উচ্ছ্বসিত। একজন ভক্ত লিখেছেন, “তর সইতে পারছি না।” আরেকজন লিখেছেন, “লুক দেখে মনে হচ্ছে মজার কিছু হবে।”

দুলকার ২০১২ সালে মালয়ালম ছবিতে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে ‘কারওয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। প্রথম ছবিতেই তিনি ইরফান খানের মতো বড় অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন। আগামীতে সুধা কোঙ্গারার ‘সুরিয়া ৪৩’ ছবিতে দেখা যাবে এই অভিনেতাকে।

আরও পড়ুন