জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

আসছে করোনার চেয়েও ভয়াবহ মহামারি, প্রস্তুতি নেওয়ার তাগিদ

An epidemic worse than corona is coming, there is an urge to prepare
আসছে করোনার চেয়েও ভয়াবহ মহামারি, প্রস্তুতি নেওয়ার তাগিদ। ছবি: সংগৃহীত

পরবর্তীতে যে মহামারি আসছে, তা করোনার চেয়েও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুজন ব্রিটিশ বিশেষজ্ঞ। তাঁরা বলেছেন, পরবর্তী মহামারি করোনার চেয়েও ভয়াবহ হবে এবং এতে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কেট বিংহাম এবং টিম হেমস নামের ওই দুই বিশেষজ্ঞ বলেছেন, ‘আমরা এখনও নিশ্চিতভাবে জানি না, এই মহামারি কী রূপ নেবে, এটি কতটা ভয়ংকর হবে। এ বিষয়ে যুক্তরাজ্যসহ গোটা বিশ্ব এখনও প্রস্তুত নয়।’

এই দুই গবেষক বলেন, এক সময় করোনাকেও গুরুত্ব দেওয়া হয়নি, যার খেসারত দিতে হয়েছে সারা বিশ্বকে। তখন পৃথিবীর প্রায় সব দেশের সরকার করোনা মোকাবিলায় অপ্রস্তত ছিল। অনেকেই ভেবেছিলেন, এটি অ্যাপোক্যালিপ্টিক কল্পকাহিনি। অথচ গণটিকাই ছিল করোনা মোকাবিলার বিশ্বাসযোগ্য সমাধান।

পৃথিবীতে অনেক ভাইরাস রয়েছে। বিজ্ঞানীরা ২৫টি ভাইরাস পরিবার সম্পর্কে অবগত। এর প্রতিটিতে শত শত বা হাজার হাজার বিভিন্ন ভাইরাস রয়েছে, এর যে কোনো একটি মহামারি সৃষ্টি করতে পারে।

এসবের মধ্যে ১০ লাখেরও বেশি অনাবিষ্কৃত ভাইরাস থাকতে পারে, যা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তর হতে পারে এবং নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে। এর ফলে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে।