ফেব্রুয়ারি ৫, ২০২৫

বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে—জেফার

Rising Cumilla - Xefer Rahman
সংগীতশিল্পী জেফার রহমান/ছবি: ফেসবুক

বেশকিছুদিন ধরেই আলোচনায় শোবিজের দুই অতি পরিচিত মুখ উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার। কারণ, তাদের নিয়ে এতদিন ধরে বহু প্রেম জল্পনা উঠে এসেছে।

এমনকি দুজনে এক সঙ্গে বিদেশ ভ্রমণও করে এসেছেন। সেই ভ্রমণের একটি ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

বহুদিন ধরেই এ গুঞ্জন চললেও মুখে কুলুপ এঁটে ছিলেন এই তারকা জুটি। এই দুই তারকার প্রেমের গুঞ্জনের শুরুটাও নাকি বছরখানেক আগে থেকে। যখন রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে, সেই থেকে তাদের প্রেম।

সেই সময়ই দাবি করা হয়, জেফারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাফসান। যে কারণে ভেঙে যায় এ উপস্থাপকের সংসার। এরপর বিভিন্ন সময় তারা সংবাদের শিরোনাম হয়েছেন। আবার জেফার রহমান একটি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছিলেন। এ গায়িকার সেই সময়ের কিছু পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষ শুরু হয় নেটিজেনদের মাঝে।

এদিকে সম্প্রতি থাইল্যান্ডেও দুজনকে একান্তে সময় কাটাতে দেখা গেছে। গত ১৫ নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে একসঙ্গে দেখা যায়। এ সময় রাফসান গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। সেই ছবিই গোপনে কোনো এক ভক্ত ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

শোবিজের অনেকেরই দাবি— রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমসম্পর্কে রয়েছেন। এমনকি গোপনে তাদের বিয়ের গুঞ্জনও শোনা গেছে। যদিও কেউ-ই এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন গায়িকা জেফার রহমান।

তিনি বলেন, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সেসব বিষয়ে তার কিছু বলার নেই।

তিনি বলেন, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। জেফার বলেন, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক।

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেমসম্পর্ক নিয়ে জেফার বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবু আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে…। আমি তাদের সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নিন।