
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে ক্যারিয়ায় শুরু করেছিলেন। এরপর নাটকে অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি ওমরাহ্ পালন করে এসে বোরকা এবং হিজাব পরিধান শুরু করেছেন তিনি।
সম্প্রতি বোরকা পরেই রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে নতুন একটি আউটলেট উদ্বোধন করতে যান অহনা। সেখানে বিভিন্ন কথার মাঝে সবাইকে বোরকা পরার আহ্বান জানালেন অহনা।
অহনা বলেন,’আমার কাছে একটু ঢিলেঢালা পোশাক সব সময়ই ভালো লাগে। একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল বোরকা যারা পরতে চান, তারা নাজাতের শোরুমে ঘুরে যেতে পারেন। আপনারা আসেন ভালো লাগবে।’এসময় বোরকা পরে খুব ভালো লাগছে বলেও জানান এই অভিনেত্রী।