মঙ্গলবার ২৭ জানুয়ারি, ২০২৬

আমাদের লক্ষ্য—ছেলে-মেয়েরা যেন ঘুষ ছাড়াই চাকরি পায়: জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মাদ

রাইজিং কুমিল্লা ডেস্ক

আমাদের লক্ষ্য—ছেলে-মেয়েরা যেন ঘুষ ছাড়া চাকরি পায়: জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মাদ
আমাদের লক্ষ্য—ছেলে-মেয়েরা যেন ঘুষ ছাড়া চাকরি পায়: জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মাদ/ছবি: সংগৃহীত

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ বলেছেন, আমাদের লক্ষ্য—ছেলে-মেয়েরা যেন ঘুষ ছাড়াই চাকরি পায়। এক হাতে সার্টিফিকেট, আরেক হাতে চাকরি—এটাই আমাদের টার্গেট। জামায়াতের দুজন মন্ত্রীর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ছিল না। আমরা দুর্নীতি করি না, করতেও দেব না।”

তিনি ইউনিয়ন অফিসে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং ভূমি অফিসে দুর্নীতি বন্ধ করার দৃঢ় অঙ্গীকার করেন।

রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত ৫৪ বছরের দুঃশাসনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবতা ছিল ভিন্ন।”

কৃষকদের জন্য সুদমুক্ত লোন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকবান্ধব বাজারব্যবস্থা এবং উদ্যোক্তাদের বিশেষ লোন প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় কাজী দ্বীন মোহাম্মাদ কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকবান্ধব বাজারব্যবস্থা গড়ে তোলা এবং উদ্যোক্তাদের জন্য বিশেষ লোন প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন সফল হয়েছে, আপনাদেরও সেইভাবে এগিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে সফল হব, ইনশাআল্লাহ।”

“দুর্নীতি করব না, করতে দেব না”— এই বার্তা নিয়ে ইউনিয়নের ওয়ার্ডে, গ্রামে ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে জুলাইযোদ্ধাদের সম্মান রক্ষা ও দেশ বাঁচাতে আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
রসুলপুর, ভুবনগড় হয়ে জামবাড়ী পর্যন্ত কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন আমড়াতলী ইউনিয়ন আমির ডা. সিরাজুল ইসলাম, পাঁচথুবী ইউনিয়ন আমির মাওলানা আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, মো. শাহজাহান, শিবিরনেতা নাজমুলসহ দলীয় নেতাকর্মীরা।

এছাড়া সন্ধ্যা ৬টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন কাজী দ্বীন মোহাম্মাদ। এতে অংশ নেন অঞ্চল সেক্রেটারি মাস্টার নুরে আলম বাবু, ১১ নম্বর ওয়ার্ড আমির আশিকুল আমিন, ৮ নম্বর ওয়ার্ড আমির মো. ফখরুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ হুমায়ুন কবির, ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আক্তার জামিল, ১৩ নম্বর ওয়ার্ড আমির ইস্রাফিল আলম ও সেক্রেটারি আমিনুর রহমান সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হাসপাতাল রোডসহ আশপাশের এলাকায় গণসংযোগ শেষে ভোটারদের প্রতি আবারও আসন্ন জাতীয় নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন