মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় দুর্গোৎসব উদযাপন করবো: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

We will all celebrate Durga Puja in Comilla in a festive atmosphere: Superintendent of Police
আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় দুর্গোৎসব উদযাপন করবো: পুলিশ সুপার/ছবি: পুলিশের সৌজন্যে

আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করবো বলে জানিয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নগরীর পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক কুমিল্লার পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন তিনি।

সভায় পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি উপস্থিত পূজা কমিটির সদস্যদের মতামত শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় পূজা পূর্ববর্তী ও পূজার সময় করণীয়-বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া তিনি পূজা উদযাপন কমিটি এবং নিরাপত্তা সহায়তা কমিটিসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জগণ এবং জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

আরও পড়ুন