ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

আবারও বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়

হজ নিবন্ধনের সময়
হজ নিবন্ধের সময়সীমা বাড়ানো হল মার্চ ২০২৩

সরকার নির্ধারিত সময়ে হজযাত্রীর নির্ধারিত কোটা‌ পূরণ না হওয়ায় আবারও বাড়ানো হয়েছে হজ নিবন্ধনের সময়সীমা। নিবন্ধনের সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে ২১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

১৬ মার্চ (বৃহস্পতিবার) ধর্ম মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। 

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে অংশ গ্রহণ করতে পাড়বে। এরমধ্যে সরকারি ভাবে ১৫ হাজার জন ও বেসরকারিভাবে এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় যারা পাসপোর্ট না পাওয়ার কারনে নিবন্ধন করতে পাড়েনি তাদের জন্য একটি আকর্ষণীও সুযোগ।

এতে আরও বলা হয় যে সকল ব্যাংক হজ কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত তাদের আগামী ২১ মার্চ অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার জন্য অনুরোধ করা হয়।